মাকে নিয়ে লিখি

মাকে নিয়ে লিখি

Photo: Bezon Kumar and BK School of Research 


প্রিয় বইপ্রেমী বন্ধুগণ,
মা দিবস ২০২০ উপলক্ষে মাকে নিয়ে লিখুন।

বিষয়: মাকে লেখা চিঠি, মায়ের সাথে কাটানো স্মরণীয় ঘটনা, মায়ের সাথে ছেলেবেলার স্মৃতি, মাকে নিয়ে যেকোনো গল্প, কবিতা অথবা যেকোনো লেখা।

কম্পিউটার অথবা মোবাইল ফোনে টাইপ করে বর্ধিত সময়ের (১০ মে ২০২০ তারিখ দুপুর ১২ টা) মধ্যে পাঠিয়ে দিন bksr.bd2015@gmail.com এই ঠিকানায়। বইপ্রেমী পাঠকদের কাছে থেকে সুন্দর সুন্দর লেখা প্রত্যাশা করতেই পারি।

নিয়মাবলী:
১। যে কেউ লেখা পাঠাতে পারবেন। তবে লেখা অবশ্যই মৌলিক হতে হবে।
২। আংশিক বা পূর্ণ কপি করা বা প্রকাশিত লেখা অগ্রহণযোগ্য।
৩। সর্বোচ্চ ৮৫০ শব্দের মধ্যে লিখতে হবে।
৪। লেখার সাথে অবশ্যই পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে।
৫। কপি করা বা প্রকাশিত লেখা কর্তৃপক্ষের নজরে আসলে পুরস্কার বাতিল করা হবে।
৬। তিন সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে লেখা নিরীক্ষণপূর্বক পুরস্কার নির্ধারণ করা হবে।
৭। প্রতিযোগিতার নিয়মাবলী সংশোধন ও পরিমার্জনের ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকবে।

১০ মে ২০২০ তারিখ রাত ১১.৫৯ মিনিটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেরা ৩০টি লেখা বাছাই ও সম্পাদনা শেষে জুন মাসে ম্যাগাজিনে প্রকাশ করা হবে। সকল প্রকার আপডেট জানতে চোখ রাখুন BK School of Research- এর ফেসবুক গ্রুপ বা পেইজে।


No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.