২৬ মার্চ, ১৯৭১


২৬ মার্চ, ১৯৭১

বিজন কুমার


হে হাজারো কৃতি সন্তানের গর্বিত জননী,
যদিও জন্মেছি তোমার ছায়া-সুশীতল কোলে
মানুষের মত মানুষ হতে পারিনি।
-এ দায় কদাপি নয় তোমার! 
সকল ব্যর্থতার দায় শুধুই আমার।

হে জননী-বঙ্গভূমি,
তুমি তো পরম স্নেহ-মমতায় 
সদা হাসিমুখে কোলে দিয়েছ ঠাঁই।
তোমারই আলো বাতাস জলে
বেড়ে উঠেছি এ ধরণী তলে।

আমার কল্যাণে ছিলে তুমি   
সদা দিশেহারা প্রাণ
তবুও হতে পারিনি আমি 
-তোমার যোগ্য সন্তান।

হে জননী মম, তুমি স্বর্গসম
কর কৃপা এ দীনহীনে
লহ সহস্র-প্রণাম, বুকভরা-ভালবাসা
তোমার জন্মদিনে।


লেখক: শিক্ষক ও গবেষক, অর্থনীতি বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। 
ইমেইল: bezon.kumar3@gmail.com


প্রকাশিত: দৈনিক আলোকিত ভোর (২৬ মার্চ ২০১৯)

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.