সেরা তিনজন লেখক নির্বাচিত
মা দিবস উপলক্ষে BK School of Research "মাকে নিয়ে লিখি" প্রতিযোগিতার আয়োজন করে। সেই আয়োজনে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী-পেশার মানুষ মাকে নিয়ে লেখা পাঠায়। শুধু দেশই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও লেখা আসে। আশিটিরও অধিক লেখা জমা পরে এই প্রতিযোগিতার জন্য। জুরি বোর্ডের চুলচেরা যাচাই, বাছাই ও বিশ্লেষণের পর সেরা তিনজন লেখক নির্বাচিত হন।
"৩য় সেরা লেখক" হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্বা সাহা, মাস্টার্স ১ম সেমিস্টার, অর্থনীতি বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
"২য় সেরা লেখক" হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী সায়মা তাবাসসুম তুলি, মালোপাড়া, রাজশাহী।
"১ম সেরা লেখক" হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল বাসার খান, রামরামপুর মেইন রোড, রামপুরহাট, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত।
অভিনন্দন! বিজয়ীদের। ধন্যবাদ ও শুভকামনা সবাইকে যারা লেখা পাঠিয়েছেন। অশেষ ধন্যবাদ জুরি বোর্ড সদস্যদের।
সবাই খুব ভালো লিখেছেন। লেখার চর্চা অব্যাহত রাখবেন। শীঘ্রই ম্যাগাজিন ছাপানো হবে এবং আপনাদের জানানো হবে।
অত্যন্ত আনন্দের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে জানাচ্ছি যে, ম্যাগাজিনটির নাম 'সপ্তসুধা'। বছরে দুইবার প্রকাশিত হবে, জুন আর ডিসেম্বরে। আপনাদের লেখা প্রত্যাশিত। বিস্তারিত তথ্য BK School of Research এর ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ ও পেইজে পাওয়া যাবে।
(দুঃখিত, ফলাফল প্রকাশে পাঁচ মিনিট বিলম্বিত হওয়ায়। আশা করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)।
বিজন কুমার
ডিরেক্টর
বি কে স্কুল অব রিসার্চ
No comments